রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে মদপানে কলেজ ছাত্রের মৃত্যু

নাটোরে মদপানে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে দূর্গাপুজার প্রতিমা বির্সজনের দিনে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ্য হওয়া কলেজ ছাত্র রুদ্র গোস্বামী (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় তিনি। নিহত রুদ্র গোস্বামী সদরের লোচনগড় গ্রামের রঘুনাথ গোস্বামীর বড় ছেলে। তিনি শহরতলীর দিঘাপাতিয়া এমকে কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

নিহতের প্রতিবেশীরা জানান, মঙ্গলবার দূর্গাপুজার প্রতিমা বির্সজনের সময় আনন্দ উল্লাস করে অতিরিক্ত মদ্যপান করায় অসুস্থ্য হয়ে পড়ে কলেজ ছাত্র রুদ্র গোস্বামী। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের পরিবারের কেউ কোন মন্তব্য করতে রাজি হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, নিহতের ময়নাতদন্ত শেষে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …