সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ভেজাল গুড় তৈরীর অপরাধে জেল জরিমানা

নাটোরে ভেজাল গুড় তৈরীর অপরাধে জেল জরিমানা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অভিযোগে রবিউল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীকে জেল জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার ঈশ্বরদী এয়ারপোর্ট মোড়ের সরদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে করে ওই গুড় ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়। রবিউল ইসলাম একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প প্রেরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে শুক্রবার বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলার পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট মোড়ের সর্দার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এক হাজার দুইশ কেজি ভেজাল গুড়, ১০ কেজি সাদা আটা, ১২কেজি ফিটকিরি ১শ কেজি চিনিসহ রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।

উল্লেখ্য যে, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়েছে এবং অন্যান্য উপকরণ প্রকাশ্য নিলামে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। উক্ত টাকা সরকারী কোষাগারে জমা করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …