নিজস্ব প্রতিবেদক:উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠাতার লক্ষে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সেবা নিশ্চিত করণে নাটোরে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে নাটোর রাজবাড়িস্থ সদর ভ‚মি অফিসের সামনে ফিতা কেটে, বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসক আবু নাছের ভুঞার সভাপতিত্বে ভূমি অফিসের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নূরে আহম্মদ মাসুম, সাবেক মুক্তিযোদ্ধা উপজেলা ডেপুটি কমান্ডার মোহাম্মদ মকসেদ আলী মোল্লা, সদর উপজেলা সহকারী কমিশনার ভ‚মি জুবায়ের হাবীব, অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলোক সহ অন্যান্য সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশে থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আগে খাজনা খারিজ করতে হলে সাধারণ জনগনের অনেক ভোগান্তিতে পড়তে হতো। কিন্তু এখন আর তাদের কোন ভোগান্তিতে পড়তে হয়না। স্মার্ট সেবার মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে খুব সহজে খাজনা খারিজ করা যাচ্ছে।
আরও দেখুন
লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …