শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ভূমি সুরক্ষা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নাটোরে ভূমি সুরক্ষা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে ভূমি সুরক্ষা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জানুয়ারি শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার ৫ নং বড় হরিশপুর ইউনিয়নের শংকরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। শরিফুল ইসলাম বুলবুলকে সভাপতি মোঃ মহাসিন শেখকে সেক্রেটারি করে ফসলি জমি খনন করে মাটি উত্তোলনের প্রতিবাদে ভূমি সুরক্ষা কমিটি গঠন করা হয়।

এই পরিচিতি সভা ও করোনা মোকাবিলায় মাস্ক ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি ভূঁইয়া প্রমূখ। উক্ত অনুষ্ঠানে নাটোর জেলা আওয়ামী লীগ এবং এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …