সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / নাটোরে ভূমি অধিগ্রহণের ৮৯ লাখ টাকার চেক হস্তান্তর

নাটোরে ভূমি অধিগ্রহণের ৮৯ লাখ টাকার চেক হস্তান্তর

নাঈমুর রহমান:
চারটি অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য নাটোরে ১১ জন ভূমির মালিককে ৮৯ লাখ ৯৫ হাজার ৯৫২ টাকার মূল্য পরিশোধ বাবদ চেক হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে চেক হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম।

জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শওকত মেহেদী সেতু জানান, জেলার নলডাঙ্গা ও বড়াইগ্রাম উপজেলায় বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে চারটি প্রকল্পের অধিগ্রহনকৃত জমির মূল্য হিসেবে ৮৯ লাখ ৯৫ হাজার ৯৫২ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

এর মধ্যে নলডাঙ্গা উপজেলার খাদ্য গুদাম সংক্রান্ত অধিগ্রহণকৃত জমির অনুকূলে ৬টি ও মহিষমারী সেতুর অনুকূলে ২টি এবং বড়াইগ্রাম গ্যাস পাইপলাইনের অধিগ্রহণকৃত জমির অনুকূলে ২টি ও বিদ্যুৎ উপকেন্দ্রের অনুকূলে ১টি চেক রয়েছে। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কার্য সম্পন্ন সাপেক্ষে নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …