শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: শিশুদের ভিটামিন এ প্লাস ভিটামিন খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ফুলবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞ্।া এ সময় সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহবুবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, জেলায় মোট ১,৩৮৮টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ১৪২ জন স্বাস্থ্য সহকারী, ১৯৬ জন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার, ২৩৩ জন পরিবার কল্যাণ সহকারী এবং ২৭৭৬ জন স্বেচ্ছাসেবক একযোগে সাতটি উপজেলায় এই ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে যুক্ত রয়েছেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *