রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ জন

নাটোরে ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ জন

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৫জন আহত হয়েছে। সোমবার দুপুর একটার দিকে উপজেলার কয়েন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়া স্কুল মাঠে ভলিবল খেলার আয়োজন করে স্থানীয়রা। খেলা শুরুর আগে দুপুর ১ টার দিকে কয়েন বাজার এলাকার লোকজনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে ধানাইদহ গ্রামের বাসিন্দাদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে সংঘের্ষ জড়িয়ে পড়ে। এসময় ইটের আঘাতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …