সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে ছাই

নাটোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালবাজারে জয়কালীবাড়ি মন্দিরের পার্শ্ববর্তী জনৈক তপন পালের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ির দুটি ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে নয়টার দিকে তপন পালের বাড়িতে আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ৫-৭মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পর রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে তপন পালের বাড়ির দুটি ঘরের আসবাবপত্রসহ সকল কিছু পুড়ে ছাই হয়ে গেলেও বাড়ির কোন সদস্য হতাহত হননি।

বাড়ির মালিক তপন পাল জানিয়েছেন, অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামীদ খান জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করি। তিনি আরও বলেন, মোমবাতি বা প্রদীপের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে তাঁর ধারণা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …