নিজস্ব প্রতিবেদক:
নাটোরের ধানের জমিতে ইঁদুর মারতে বড় ভাইয়ের দেওয়া বিদ্যুৎ লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে ছোট ভাই নজরুল ইসলাম নজুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কালিকাপুর আমহাটি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত নজরুল ইসলাম নজু ওই এলাকার মৃত বাদল মন্ডলের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন ও এলাকাবাসী জানান, কালিকাপুর আমহাটি গ্রামের কৃষক আনোয়ার হোসেন তার ধানের জমিতে ইঁদুর মারতে বৈদ্যুতিক লাইন করে দিয়ে ঘিরে দেয়। সেই জমিতে সকালে তার আপন ছোট ভাই গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। জমির পাশের বাড়ীর মানুষজন এঘটনায় আতংকিত হয়ে পড়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …