বুধবার , অক্টোবর ৩০ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরে ব্র্যাক প্রতিশ্রুতি অনুযায়ী ঋণ না দেয়ায় ক্ষুদ্র উদ্যোক্তাগণ বিপাকে ঋণদাতা সংস্থা ব্র্যাক

নাটোরে ব্র্যাক প্রতিশ্রুতি অনুযায়ী ঋণ না দেয়ায় ক্ষুদ্র উদ্যোক্তাগণ বিপাকে ঋণদাতা সংস্থা ব্র্যাক

বিশেষ প্রতিবেদক:
নাটোর শাখা প্রতিশ্রুতি দিয়েও ঋণ বিতরণ না করায় ক্ষুদ্র উদ্যোক্তাগণ ক্ষতিগ্রস্থ হয়ে বিপাকে পড়েছেন। প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, ব্র্যাক নাটোর শাখা গত বছর পৌরসভার মল্লিকহাটি মহল্লার তসলিমা খানের নামে ৭০ হাজার টাকা ঋণ প্রদান করে। শেষ পর্যায়ে একটি কিস্তি পরিশোধে দুইদিন বিলম্ব হয়। পরে কিছু বেশি টাকা প্রয়োজন হওয়ায় ব্র্যাকের মাঠকর্মীর পরামর্শে ঋণের কয়েকটি কিস্তি একসাথে অগ্রীম পরিশোধএবং ১ লাখ টাকা ঋণের আবেদন করেন।

গত ৬এপ্রিল তাকে নতুন ঋণ প্রদানের কথা বলা হয়। নির্ধারিত দিনে তিনি ব্র্যাকের নাটোর শাখা অফিসে টাকার জন্য অপেক্ষা করতে থাকেন। অপরাহ্ণে তাকে জানানো হয়, ‘ঋণ দেয়া যাবে না।’ কারণ হিসেবে শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম জানান, “দেশের অবস্থা খারাপ। এখন টাকা আদায় করা হচ্ছে, নতুন ঋণ দেওয়া যাবে না।” বিষয়টি জানাজানি হলে ব্র্যাকের মল্লিকহাটি মহল্লা কমিটির সদস্যগণ ক্ষুব্ধ হন। তারা অবিলম্বে বেগম তসলিামাকে ঋণ প্রদানের দাবি জানান।

বিষয়টি সম্পর্কে ব্র্যাক অফিসে খোঁজ নিয়ে জানা যায, অনেক ঋণ গ্রহীতাই এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। এব্যাপারে ব্র্যাকের নাটোর এলাকা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, ‘মাঠকর্মীর সাথে খারাপ আচরণের জন্য তসলিমা খাতুনের ঋণের আবেদন বাতিল করা হয়েছে।’ আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) রইসউদ্দিন লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, ‘বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

আরও দেখুন

নলডাঙ্গায় পরকীয়া প্রেমের উধাও

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,পরকীয়রা প্রেমের টানে নাটোরের নলডাঙ্গায় মালয়েশিয়া প্রবাসী মাজেদুল ইসলামের কষ্টে উপার্জিত বিভিন্ন সময় …