নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,, বাংলাদেশের সীমান্তে অন্যায়ভাবে গাছ কাটা বিজিবির উপর হামলা চালিয়ে সীমান্তের সার্বভৌমত্ব লঙ্ঘন করার অভিযোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ১ টার দিকে কানাইখালী প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলার সদস্য সচিব মশিউর রহমান ফুয়াদ,যুগ্ন আহবায়ক রুহুল আমিন, নাগরিক কমিটির সদস্য আব্দুলাহ আল নোমান পিয়াস, মাহফুজ আলম, সানিউর ইসলাম প্রমুখ । এসময় বক্তারা বলেন গত ১৭ বছর ভারত বাংলাদেশের সীমান্তে অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। ফেলানিকে হত্যা করে কাঁটাতারের সাথে ঝুলিয়ে রেখেছিল। ৫ আগষ্টের পর বাংলাদেশ সীমান্তে কোন হত্যা কারো চোখ রাঙ্গানি সহ্য করবে না বাংলাদেশ। সীমান্তে যে কোন বিশৃঙ্খলা জুলাই আগষ্টের মতো সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
