রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক মত বিনিময় সভায় হট্টগোল ধস্তাধস্তি

নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক মত বিনিময় সভায় হট্টগোল ধস্তাধস্তি

 নিজস্ব প্রতিবেদক:

নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক মতবিনিময় সভায় হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে নাটোরের আলাইপুর অনিমা চৌধুরী অডিটরিয়ামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় নাগরিকদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময়ের সময় হঠাৎ করেই অডিটোরিয়ামে হট্টগোল শুরু হয়। এ সময় চেয়ার ছোড়াছুড়ি এবং ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধিরা এই ঘটনা সৃষ্টির জন্য ছাত্রলীগকে দায়ী করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে বলেও জানান তিনি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …