সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর কর্মকর্তা-কর্মচারীরা

নাটোরে বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক:
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর ফুলবাগান কার্যালয়ে রোববার (৫ মে) দুপুর ১:৩০ মিনিটে এ ৩ টি জোনাল ও ৩ টি সাব জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারী গণ সারা দেশের ন্যায়, বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন।

এ সময় বক্তারা বলেন বোনাস সমহারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট সময় কর্মঘণ্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন করার ব্যবস্থা না করা, যথাসময়ে পদন্নোতি না দেওয়া , চুক্তি ভিত্তিক চাকুরী নিয়মিত না করা, এসব দাবি পূরণের লক্ষ্যে তারা বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে কর্ম বিরোতি পালোন করছেন।

বক্তারা আরো বলেন, কর্মবিরতীর স্মারকলিপিতে অংশগ্রহণ করায় ভোলা পবিস-এর এজিএম আইটি ও এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বোর্ডের এ ধরণের শোষন, নির্যাতন ও নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে এরকম বৈষম্য যেন না হয় এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই।


এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর ডিজিএম, এজিএম , সহ সকল কর্মকর্তা কর্মচারীগণ।
এর আগে, দেশের ৮০টি পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা কর্মচারীগণ প্রধানমন্ত্রী বরবার তাদের দাবি-দওয়ার স্মারকলিপি প্রদান করেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …