নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় আটক যুবদল নেতাকে বহিষ্কার করেছে সিংড়া উপজেলা যুবদল। আজ দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিংড়া উপজেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব এম এ মালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই চিঠিতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের জন্য দলীয় সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গতরাতে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির অভিযোগে যুবদল নেতা সোহাগ আলী ওরফে বানেস আলী ও তার তিন সহযোগী সহ চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সিংড়া উপজেলার উত্তর দমদমা স্লুইচগেট এলাকার একটি বিলে চারজন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা যুবদল নেতা সোহাগ ও তার সহযোগী সালমান শাহ, রায়হান ওরফে রাজু ও আলামিনকে আটক করে গণধোলাই দেয়। এসময় সিংড়া থানা পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করতে গেলে ওই চোর চক্রের সমর্থকরা পুলিশের গাড়ী ও পুলিশের ওপর হামলা চালায়। এতে সিংড়া থানা পুলিশের ৩ সদস্য আহত হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনী চুরির অভিযোগে আটক ৪ জন এবং আহত ৩ পুলিশ সদস্যকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসমাউল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
