নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বেহাল রাস্তা সংস্কার ও পাকা করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার খোর্দ্দকাচুটিয়া এলাকায় এই কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় নারী, পুরুষ, কৃষক এবং স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় তারা বলেন, খোর্দ্দকাচুটিয়া থেকে জোয়ারী বাজার পর্যন্ত দুই কিলোমিটার কাঁচা রাস্তাটি সম্প্রতি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। যার ফলে আশপাশের দশটি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তা দিয়েই শিক্ষার্থীরা স্কুল কলেজে যায় এবং স্থানীয় কৃষকরা তাদের ফসল নিয়ে হাট বাজারে যায়। তাই দ্রুত জনবহুল এই রাস্তাটি সংস্কারসহ পাকা করতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তারা।
আরও দেখুন
সিংড়ায় কৃষকের নির্মাণাধীন ঘর
ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় কৃষক মাসুদের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিয়েছেপ্রতিপক্ষরা। চাঁদা না …