সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ

নাটোরে বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ হতে নাটোর সদর উপজেলার ১২টি ও নাটোর শহর সমাজসেবা কার্যালয় অধীন ১০টি বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে মোট ৫ লাখ ৮৮হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে নাটোর সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে, নাটোর শহর ও সদর উপজেলায় কর্মরত মোট ২২টি বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রদত্ত মোট ৫,৮৮,০০০/=টাকার এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চেক বিতরণ করেন নাটোর নলডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর জজকোর্টের পিপি এডভোকেট,সিরাজুল ইসলাম, অধ্যাপক শামছুল ইসলাম, আলহাজ্ব সৈয়দ মোর্তুজা আলী বাবলু ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল শাফি বাকি । সভাপতিত্ত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …