সোমবার , এপ্রিল ২৮ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘটের হুমকি 

নাটোরে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘটের হুমকি 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা ধর্মঘটের হুমকি দিয়েছে। তাদের দাবি না মানলে আগামী ১২ এপ্রিল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবে বলে হুমকি দিয়েছে। আজ ৬ এপ্রিল রোববার দুপুর বারোটার দিকে সমস্ত অ্যাম্বুলেন্স নিয়ে গোটা শহর প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে পথসভা ও মানববন্ধনের মধ্যে দিয়ে তাদের দাবি দেওয়া উত্থাপন করেন তারা। পথসভায় তারা জানান, ২০২৩ সালের ২৫ জুলাই অ্যাম্বুলেন্স নীতিমালা প্রণয়নের দাবীতে “বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি” ধর্মঘটের ডাক দেয়। বিআরটিএ’র চেয়ারম্যান ও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দ্রুত সময়ে নীতিমালা প্রণয়ণের আশ্বাস এবং নীতিমালা না হওয়া পর্যন্ত সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল সাভাবিক রাখতে ট্রাফিক পুলিশি মামলা না দেওয়ার মৌখিক সিদ্ধান্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়। তারপর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর বিআরটিএ কর্তৃক একটি খসরা অ্যাম্বুলেন্স নীতিমালা ২০২৩ সচিবালয়ে প্রেরণ করে। কিন্তু ওই নীতিমালা অদ্যাবধি বাস্তবায়ন করা হয় নাই এবং বাস্তবায়নের কোন অগ্রগতি নাই। বরং অ্যাম্বুলেন্স চলাচলে নানাবিধ সমস্যায় জর্জরিত। তারমধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রাফিক পুলিশের মামলা। প্রতিদিন বিভিন্ন অজুহাতে ১০-২০ হাজার টাকার মামলা দেওয়া হচ্ছে। আয় না থাকলেও ধার দেনা করে মামলার টাকা পরিশোধ করতে হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের পক্ষে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা সম্ভব হবে না। অতএব দ্রুততম সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স নীতিমালা প্রণয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। 

নীতিমালা বাস্তবায়ন না হলে ১২ই এপ্রিল ভোর ৬ টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশ একযোগে অ্যাম্বুলেন্স ধর্মঘট চলবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ বাদল মাদবর, মো শফিকুল ইসলাম, সজল সরকার, লাভলু রহমান, সেলিম রেজা  নয়ন প্রমুখ।

আরও দেখুন

চলনবিলে শুরু হয়েছে ধান কাটা ও

মাড়াইয়ের মহোৎসব নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শস্যভান্ডার খ্যাত চলনবিল অঞ্চলে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরোধান কাটা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *