শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বেশি দামে আলু বিক্রি করায় জরিমান

নাটোরে বেশি দামে আলু বিক্রি করায় জরিমান

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে আলুর নিধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয় করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড় বাজার এবং স্টেশন বাজারের দুটি দোকান কে মোট সাড়ে ১৫ হাজার ৫ শ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে আজ ২৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহরের মাদ্রসা মোড় ও স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদ্রাসা মোড় এলাকায় অবস্থিত ইউনিক সুপার শপকে পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারা মোতাবেক ১৫ হাজার টাকা এবং স্টেশন বাজারে সাবের কাচা মালের আড়তকে ধায্যকৃত মূল্যের চেয়ে বেশি মূল্যে আলু বিক্রি করার অপরাধে ৪০ ধারা মোতাবেক ৫ শ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …