সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে বেপরোয়া মোটরসাইকেল আরোহীদের জরিমানা

নাটোরে বেপরোয়া মোটরসাইকেল আরোহীদের জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বেপরোয়া মোটরসাইকেল আরোহীদের জরিমানা করেছে জেলা প্রশাসনের নিয়োজিত ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মহাসড়কে মোটরসাইকেল আরোহীদের বেপরোয়া হয়ে সড়ক আইন ভঙ্গ করার দায়ে ৪ জন মোটরসাইকেল আরোহীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ঈদ পরবর্তী সময়ে  আন্তঃজেলা বাসসমূহ দ্বিগুণ ভাড়া নেয়া সত্ত্বেও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অতিরিক্ত যাত্রী পরিবহন করার অপরাধে ৩ জন বাস কর্মচারীকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্য এক সময়ে কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও বাজারজাতকরণের উদ্দেশ্যে এবং জাতীয় সম্পদ চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণে জেলা প্রশাসন নাটোর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে নাটোর চামড়া বাজার মনিটরিং করা হয়। এসময় জেলা প্রশাসন এর তদারকিতে চামড়া বিক্রেতাগণ ন্যায্য মূল্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …