নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়েছে অন্তু (২০) এবং মারুফ (২১) নামে দুই যুবক। রবিবার দুপুর বারোটার দিকে সদর উপজেলার চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অন্তু রাজশাহী জেলার ঝলমলিয়া এলাকার সাজেদুর রহমান এর ছেলে মারুফ একই এলাকার আব্দুল মান্নানের ছেলে। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, রাজশাহী নাটোর মহাসড়কে ঝলমলিয়া থেকে নাটোরের দিকে তিনটি মোটরসাইকেলে ছয়জন বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছিল এ সময় মারুফ এবং অন্তর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এতে তারা দুজনেই গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এলাকাবাসী আরও জানায়, এই বেপরোয়া মোটরসাইকেল চালানো বন্ধ না হলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …