রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে বেনু এবং ফেন্সি বেকারিকে জরিমানা করলো র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

নাটোরে বেনু এবং ফেন্সি বেকারিকে জরিমানা করলো র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বেনু এবং ফেন্সি বেকারিকে জরিমানা করলো র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ননীবালা মিষ্টান্ন ভান্ডারকেও জরিমানা করা হয়। আজ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, আজ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিক্তিতে নাটোর শহরের কানাইখালী মহল্লার বেনু বেকারীর ভিতরে এবং মিষ্টি তৈরির কারখানায় একটি ভেজাল খাদ্য অভিযান পরিচালনা করে ভেজাল খাদ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় এবং অসাস্থকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে বেনু বেকারীর মালিক বেলাল হোসেন, ফেন্সী বেকারী মালিক আবুল কালাম এবং ননীবালা মিষ্টান্ন ভান্ডার মালিক জগন্নাথ ঘোসকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তাদের নিকট হতে মেয়াদোত্তীর্ণ ৫০ প্যাকেট, ৬০ প্যাকেট কেক ১০০ প্যাকেট কাপ কেক, ৪০ প্যাকেট বিস্কুট, ৭০ প্যাকেট চকলেট, ৫০ প্যাকেট মটরভাজা, ২০ প্যাকেট লুডলস- আলামতহিসাবে জব্দ করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পূর্বক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে বেনু বেকারীকে ১০ হাজার, ফেন্সি বেকারীকে ২০ হাজার এবং ননীবালা মিষ্টান্ন ভান্ডার কে ২০ হাজার টাকা জরিমানা করেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …