সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ- বিপাকে ক্রেতা

নাটোরে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ- বিপাকে ক্রেতা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ। বাজারে গিয়ে ক্রেতার চক্ষু চড়কগাছ। এ মাসের প্রথম দিকে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল পেঁয়াজ। তবে গতকাল তা বৃদ্ধি পেয়ে ৬০ টাকা কেজিতে বিক্রি হয়। কিন্ত ৭ অক্টোবর বৃহস্পতিবার থেকে এই পেঁয়াজ বিক্রি হয় ৭০ টাকা কেজি দরে। নাটোরের সকল উপজেলার হাটে বাজারে পেঁয়াজ নিয়ে সাধারণ মানুষের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন গত বছরের মতো এবারও দুর্লভ হয়ে যাবে পেঁয়াজ। বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

নাটোর বাজারের পাইকারী পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল্লাহ বলেন, কানসাট রাজশাহীর ফুল মোহাম্মদ, দিনাজপুরের হারুনুর রশিদ ও চট্রগ্রামের আমদানিকারকরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়েছেন। আমরা ছোট ব্যবসায়ীরা নিরুপায়। কেনার চেয়ে কেজিতে ৫ টাকা বেশি করে বিক্রি করা হচ্ছে।

রমজান আলী নামে এক আড়তদার জানান, ভারত থেকে হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করায় এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সচেতন নাগরিক কমিটির সভাপতি রনেন্দ্র রায় জানান, গত সপ্তাহে পেঁয়াজের দাম না পেয়ে যেখানে কৃষকরা হাহাকার করছিলেন, সেই থেকে এই সপ্তাহে এসে পেঁয়াজের দ্বিগুণ মূল্যবৃদ্ধি সিন্ডিকেটের কারসাজি বলেই মনে হয়। এখনই লাগাম টেনে ধরতে না পারলে এই মূল্যবৃদ্ধি অসহনীয় পর্যায়ে পৌঁছে যাবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …