মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / আবহাওয়া / নাটোরে বৃহস্পতিবার রাত থেকে লাগাতার বৃষ্টি আর শীতে আবারও জনজীবন বিপর্যস্ত

নাটোরে বৃহস্পতিবার রাত থেকে লাগাতার বৃষ্টি আর শীতে আবারও জনজীবন বিপর্যস্ত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বৃহস্পতিবার রাত থেকে লাগাতার বৃষ্টি আর শীতে আবারও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। থেমে থেমে বৃষ্টি আর বাতাসের কারণে রাস্তাঘাটে ও বাজারে প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না। আজ শনিবার সকাল থেকে বৃষ্টি না থাকলেও মেঘাচ্ছন্ন আবহাওয়ায় স্থবিরতা এসেছে জনজীবনে। শীতকালের ঠান্ডার সাথে এই বৃষ্টি শুরু হওয়ায় খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। শীতজনিত সমস্যাদূর হওয়ার পর বৃষ্টির কারণে আবারও তাপমাত্রা নেমে যাওয়ায় শ্রমজীবী মানুষের দূর্ভোগ বেড়েছে। তাদের কাজের গতিআবারও থেমে গেছে।

সকালে রাস্তায় কোন মানুষ না থাকায় রিক্সা ও অটো রিক্সা চালকরা যাত্রী না পেয়ে হতাশা  প্রকাশ করেছে। সকালে বৃষ্টি না থাকায় বাড়ি থেকে বের হলেও পরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হওয়ায় তারা যাত্রী না পেয়ে বসে থাকতে বাধ্য হচ্ছে।

কৃষকরা জানান, এই বৃষ্টি ও দমকা বাতাসে সরিষা, গমসহ বেশ কিছু ফসলের ফলন কমে যাবে, আবার লাগানো আলের পেঁয়াজসহ কিছু ফসলের উপকার হবে। 

আরও দেখুন

নন্দীগ্রামে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের যাকাতের টাকা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়ার নন্দীগ্রামে গরীব-দুস্থদের মাঝে বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির …