নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বৃষ্টিপাত না থাকায় ও প্রখর রৌদ্রে অতিরিক্ত তাপমাত্রায় মানুষ নাজেহাল। সকালের দিকে তাপমাত্রা একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে প্রখর রোদ ও তাপমাত্রার কারণে রাস্তায় মানুষ বের হতে পারছে না। এ্যাপে প্রদর্শিত তাপমাত্রা অনুযায়ী আজকের তাপমাত্রা ৩৫ ডিগ্রী দেখা গেছে। প্রখর তাপে কৃষক মাঠে কাজ করতে পারছে না। রাস্তায় বের হওয়া মানুষগুলো বলছেন যে এখন বর্ষাকাল। কিন্তু বেশ কিছুদিন থেকে একেবারেই বৃষ্টি নেই।
এছাড়া সারাদিন প্রখর রোদে এতটাই গরম যে তারা কোন কাজ করতে পারছেন না। দুপুর না হতেই শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, বেশ কিছুদিন বৃষ্টিপাত না থাকায় তাপমাত্র বেড়ে গেছে। অতিরিক্ত তাপমাত্রার কারনে সকল শ্রেণী পেশার মানুষই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে। কৃষক মাঠে কাজ করতে পারছেন না। অন্যান্য পেশার মানুষও অত্যন্ত গরমের কারণে রাস্তায় বের হতে পারছেন না।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …