নিজস্ব প্রতিবেদক:
নাটোরে সদর উপজেলার ইসলাবাড়ি এলাকা থেকে শুকুর আলী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে খবর পেয়ে তার নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নাটোর সদর থানার ওসি জানান, আমরা তাদের পারিবারিক সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং শোবার ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করি। শুকুর আলী ইসলাবাড়ি এলাকার মৃত কাচেব আলীর ছেলে। প্রাথমিক তদন্তে পারিবারিক চাপ, বৃদ্ধ বয়সে অসুস্থতা, তার ওপরে অবিবাহিত দুইটি মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা সবকিছু মিলিয়ে ডিপ্রেশনে আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানান তিনি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …