শুক্রবার , এপ্রিল ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিসিকের উদ্যোগে অর্গ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

নাটোরে বিসিকের উদ্যোগে অর্গ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: নাটোরে বিসিকের উদ্যোগে অর্গ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরতলির দত্তপাড়ায় বিসিক শিল্প নগরীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নাটোরের সহযোগিতায় মহড়াটি অনুষ্ঠিত হয়। এ সময় শিল্প প্রতিষ্ঠানের শতাধিক কর্মচারিকে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ দেওয়া হয়। বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক দিলরুবা দিপ্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু নাছের ভূঞা, পুলিশ সুপার সাইফুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাটোরের উপ-সহকারি পরিচালক একেএম মুরশেদ, শিক্ষাবিদ প্রফেসর সুবিধ কুমার মৈত্র, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগারওয়ালা ও সাধারণ সম্পাদক আবদার রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বার্থে বা নিজেদের স্বার্থে হলেও শিল্প মালিকদের আরও সচেতন হতে হবে অগ্নি নির্বাপনে। প্রতিটি শিল্প কারখানায় নিজস্ব অগ্নি নির্বাপক ব্যাবস্থা সচল রাখতে হবে। যে কোন অগ্নিকান্ডের মত দুর্ঘটনায় আতংকিত না হয়ে সাবধানে কাজ করতে হবে।

আরও দেখুন

হিলিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:“প্রাণিসম্পদে ভরবো দেশ’ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে দিনব্যাপি প্রাণিসম্পদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *