নিজস্ব প্রতিবেদক:
সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। আজ ৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে সম্মেলন কক্ষে এই উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার রোজী আরা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক-জোবায়ের, সহকারী পরিচালক ডাঃ পরিতোষ রায়, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহফুজা আক্তার প্রমুখ।
স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি সিভিল সার্জন অফিস থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ঘুরে আবারো সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।