নিজস্ব প্রতিবেদক:
বিশ্বজনের বিচিত্র গান- এক সপ্তকে বেঁধেছে প্রাণ” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আজ ২১ জুন মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উপলক্ষে সঙ্গীত ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রাকিবিল বারির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সঙ্গীত সমন্বয় পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি সাদিকুল ইসলাম সাদি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলক, প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহমেদ রফিক বাবন প্রমুখ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন একতা সঙ্গীত সংগঠনের শিল্পী জান্নাত আরা জেসি, কুন্তলা সরকার, সুরের ছোঁয়া সঙ্গীত একাডেমির পরিচালক নার্গিস আক্তার বানু, শায়ক নুফা, সৈয়দ মাসুম রেজাসহ শিল্পকলা একাডেমি, সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীবৃন্দ। উল্লেখ্য, ১৯৮১ সাল থেকে পালিত হলেও নাটোরে এই প্রথম বিশ্ব সঙ্গীত দিবস পালিত হলো।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …