রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের কর্মসূচি শুরু

নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক
নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৯ এর সপ্তাহব্যাপী কার্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাতৃমঙ্গল হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

হাসপাতাল মিলনায়তনে সিভিল সার্জন ডাক্তার আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা: মাজেদুল ইসলাম, ডা: সমীরণ কুন্ডু প্রমুখ। সিভিল সার্জন অফিসের আয়োজনে ১-৭ তারিখ পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উদযাপন করা হবে।

আলোচনা সভায় মাতৃদুগ্ধ পানের উপরে বিশেষ জোর দেয়া হয়। বক্তারা বলেন, কোন কৃত্রিম দুধ নয় মায়ের দুধে শিশুর আসল শক্তি। তাই শিশুর জন্ম থেকে মায়ের দুধ পান করাতে হবে।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …