নিজস্ব প্রতিবেদক:‘টুরিজম এ্যান্ড রুরাল ডেভলপমেন্ট’ এই শ্লোগান নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। আজ রবিবার দুপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, জজ কোর্টেও পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নের জন্য পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। দর্শনীয় স্থানগুলোর উন্নয়ন ঘটিয়ে পর্যটকদের আকর্ষণ করতে হবে। উন্নতমানের হোটেল মোটেল নির্মানসহ পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে। তবেই অতিরিক্ত রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের উন্নয়ন ঘটানো যাবে। পরে পর্যটন বিষয়ে স্কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …