নিজস্ব প্রতিবেদক: “ ভবিষ্যতের উন্নয়নে-কাজের সুযোগ পর্যটনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে বিশ্ব পর্যটন দিবস-২০১৯ পালিত হয়েছে। শুক্রবার সকাল নয়টার দিকে এই উপলক্ষে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভায় স্সথানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী বাবলু প্রমুখ। পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে প্রতিবছর বিভিন্ন দেশ এই দিবসটির আয়োজন করে থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি নাটোরের পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান নাটোর অপার সম্ভাবনাময় একটি পর্যটন এলাকা। এতে বর্তমানে একটি উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। যা খুব শিগগিরই বাস্তবায়ন হলে নাটোরে পর্যটকদের ভীড় বাড়বে।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …