শনিবার , নভেম্বর ৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

ডায়াবেটিসের ঝুঁকি জানুন প্রয়োজনীয় ব্যবস্থা নিন” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস নাটোরে পালিত। এই উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকালে ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে র্্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিস হাসপাতাল চত্তরে এসে শেষ হয়। এসময় বক্তারা বলেন, আজ থেকে ডায়াবেটিস প্রতিরোধ করুন। কেননা অঙ্গহানি, হৃদরোগ, কিডনি জটিলতা ও অকাল মৃত্যুর অন্যতম কারণ ডায়াবেটিস। সামান্য উদ্যোগই এই রোগের ঝুঁকি কমিয়ে আনতে পারে। প্রতিকারের চাইতে প্রতিরোধই শ্রেয়, সস্তা ও নিরাপদ। র‍্যালি শেষে এক আলোচনা সভায় ডায়াবিটিস হাসপাতালের সাধারণ সম্পাদক এ্যাড, প্রসাদ কুমার তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদূর রহমানসহ প্রমূখ। পরে আগত সর্বস্তরের মানুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

আরও দেখুন

নাটোরে বাংলাদেশ এপেক্স ক্লাব জেলা-৯ এর ১৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,, নাটোর এপেক্স ক্লাবের আয়োজনে বাংলাদেশ এপেক্স জেলা-৯ এর ১৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত …