সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিশ্ব খাদ্য দিবস পালিত

নাটোরে বিশ্ব খাদ্য দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যই হবে আকাঙ্খিত পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয় । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা বেলাল হোসেন, দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, রবিয়াহ নূর সহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন শুধুমাত্র খেতে হবে তা নয়। অবশ্যই তা পুষ্টিকর ও নিরাপদ হতে হবে। কমদামী খাদ্যও পুষ্টিকর হতে পারে। তাই সবাইকে সচেতন হয়ে সকল প্রকার পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …