নিজস্ব প্রতিবেদকঃ নাটোরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু,আদিবাসীদের আউটসোর্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল দশটার দিকে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমুখ। শেখ কামাল আইটি ইনকিউবিশন সেন্টারের পরিচালক মৌমিতা ঘোষ প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর প্রধান অতিথি ফিতা কেটে কর্মশালা উদ্বোধন করেন।
নাটোর শেখ কামাল আইটি ট্রেইনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে এসডি সল্যুশন, আইটি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আদিবাসীদের আউটসোর্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …