নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলেচনা সভা, কেক কাটা সহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে নাটোরে পালিত হচ্ছে প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। দিবসটি উপলক্ষে আজ বুধবার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মিরা। পরে সেখানে বৃক্ষ রোপন করা সহ এক হাজার ফলজ বৃক্ষ বিতরন করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের কান্দিভিটাস্থ বাড়ীতে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করেন নেতা-কর্মীরা। দুপুরে এমপি শিমুলের আয়োজনে প্রধান মন্ত্রীর জন্য দীর্ঘয়ু কামনে করে দিঘাপতিয়া বালিকা শিশু সদনে (এতিম খানা) উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …