নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে বিপুল পরিমাণ রেকটিফাইড স্পিরিট জব্দ

নাটোরে বিপুল পরিমাণ রেকটিফাইড স্পিরিট জব্দ

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রেকটিফাইড স্পিরিট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি দল। এ সময় ওই হোমিও হলের মালিক আব্দুস সালামকে আটক করা হয়। আজ ২৪ মার্চ সোমবার শহরের মাদ্রাসা মোড় এলাকার বেঙ্গল হোমিও হল থেকে ৫০৭ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ করেন তারা। আটক আব্দুস সালাম শহরের উত্তর পটুয়াপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশীর উপ পরিচালক মোঃ জিল্লুর রহমান জানান , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিজনিক দল আজ নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকার বেঙ্গল হোমি ও হল নামের একটি হোমিও চিকিৎসালয় অভিযান পরিচালনা করে। অভিযানে বেঙ্গল হোমিও হল থেকে অবৈধ মজুদ ৫০৭ বোতল রেকটি ফাইড স্পিরিট প্রতি বোতলে ১০০ গ্রাম করে পাওয়া যায়। এ সময় ওই হোমিও হলের মালিক আব্দুস সালামকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশীর উপ পরিচালক মোঃ জিল্লুর রহমান, পরির্দশক পারভিন আক্তার।

আরও দেখুন

সিংড়ায় স্বাধীনতা দিবসে বিএনপির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।  …