সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে বিপুল পরিমাণ বিদেশী মদসহ একজন আটক

নাটোরে বিপুল পরিমাণ বিদেশী মদসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বিপুল পরিমাণ বেশি বিদেশি মদসহ মানিক হোসেন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার রাত আটটার দিকে লালপুর বাজার থেকে ২.৬৭৫ লিটার বিদেশী মদ, ৭ লিটার দেশীয় প্রস্তুতকৃত চোলাই মদ ও মদ তৈরীর উপকরণ ৭৫ বোতল সহ তাকে আটক করা হয়। আটক মানিক লালপুর উপজেলার বালতিতা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আটটার দিকে র‌্যাবের একটি অপারেশন দল এএসপি মাসুদ রানা, কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে লালপুর থানাধীন লালপুর বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় মানিক হোসেনকে সন্দেহ হলে তার দোকান তল্লাশি করে ২.৬৭৫ লিটার, বিদেশী মদ,৭লিটার দেশীয় প্রস্তুতকৃত চোলাই মদ ও মদ তৈরীর উপকরণ ৭৫ বোতল সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক জব্দকৃত বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

উপরোক্ত ঘটনার ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর তাকে লালপুর থানা হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …