নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদসহ ৭জনকে আটক করেছে র্যাব। আজ ১৪ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সদর উপজেলার একডালা গ্রাম ও একডালা মেহেন্দীতলা এলাকায় পরিচালিত অভিযানে তিনহাজার তিনশত পঁচাশি লিটার চোলাই মদ সহ তাদের আটক করা হয়।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল আজ ১৪ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক রফিকুল ইসলাম এর নেতৃত্বে একডালা গ্রাম ও একডালা মেহেন্দীতলা এলাকায় দুটি পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় এলাকায় চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অভিযোগে তিনহাজার তিনশত পঁচাশি লিটার চোলাই মদসহ একডালা গ্ৰামের মৃত আকালু পাহানের ছেলে রহিম পাহান (৪০), মৃত বিরেশ পাহানের ছেলে বাবুল পাহান, (৬৫), জয়নাল পাহানের ছেলে লিটন পাহান (২২) ও মিঠুন পাহান (২৬), একডালা মেহেন্দি তলার সুবল কর্মকারের ছেলে রনজিৎ কর্মকার (৪০), মৃত উপেন কর্মকারের ছেলে রাজেন কর্মকার (৬০), মৃত লিবারন পাহানের স্ত্রী কল্পনা পাহান (৪০) কে আটক করে। পরবর্তীতে উল্লিখিত জব্দকৃত চোলাইমদ হতে দুইশত পঞ্চাশ মিঃলিঃ করে ১৬টি প্লাস্টিকের বোতলে মোট চার লিটার চোলাই মদ রাসায়নিক পরীক্ষা ও বিজ্ঞ আদালতে বিচারিক কাজের জন্য প্রেরণ করা হয়। অবশিষ্ট তিন হাজার তিনশত একাশি লিটার চোলাই মদ ধ্বংস করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …