সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিধবার ভিটে বাড়ি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

নাটোরে বিধবার ভিটে বাড়ি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
নাটারের ঠাকুরলক্ষ্মীকোল গ্রামে প্রভাবশালীরা বাড়ি ঘর ভেঙ্গে জবর দখল করায় গৃহহীন হয়ে পড়েছেন এক বিধবা। মামলা করেও প্রতিকার মিলছে না। উপরন্তু মামলা তুলে নিতে ওই বিধবাকে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়া রেজিয়া বেওয়া ৭৪ সালে তার ক্রয়কৃত জমিসহ বাড়ি দখলমুক্ত করার আকুতি জানিয়েছেন।

আজ মঙ্গলবার ঠাকুরলক্ষ্মীকোল গ্রামে স্বজনদের সাথে নিয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এই আকুতি জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে রেজিয়া বেওয়া বলেন ৭৪ সালে তিনি ঠাকুরলক্ষ্মীকোল মৌজায় জনৈক শুকুর আলী ও ময়না বিবির কাছে থেকে দশমিক ১৪ একর জমি কেনার পর বাড়ি ঘর করে বসবাস করছেন। চাকুরীর কারণে তার ছেলে ঢাকায় অবস্থান করায় তিনি একাই বাড়িতে থাকতেন। এ অবস্থায় চলতি বছরের ৮ জানুয়ারী স্থানীয় প্রভাবশালী আব্দুস সামাদ ও তার সহযোগীরা বাড়িতে ঢুকে ভাংচুর করে জবর দকল করে। বাধা দিলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এঘটনায় থানায় মামলা করলেও কোন প্রতিকার পাচ্ছেননা।

বর্তমানে তিনি আশ্রয়হীন হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। রেজিয়া বেওয়াসহ তার স্বজনরা জমিটি জবর দখলমুক্ত করার আকুতি জানান।

আরও দেখুন

নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) …