শুক্রবার , মার্চ ১৪ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে বিদ্যালয়ের নথি চুরি!

নাটোরে বিদ্যালয়ের নথি চুরি!

নিজস্ব প্রতিবেদক ………………নাটোরের বিদ্যালয়ের নথি চুরির অভিযোগ রয়েছে। গতকাল রাতে নাটোর সদরের জংলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি করলেও ল্যাপটপ কম্পিউটার -প্রজেক্টর নেয়নি। রোববার ( ৫ জানুয়ারি) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জংলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন। সোমবার ( ৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদর থানায় সাধারন ডায়রি করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন বলেন , আজ সোমবার সকালে বিদ্যালয়ে আসার পর অফিস কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করে দেখি আলমারির ও তালা ভাঙা। আলমারির ভিতরে রাখা বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কাগজ পত্র চুরি হয়ে গেছে। অথচ সেইখানে থাকা ল্যাপটপ- প্রজেক্টর রেখে গেছে চোরেরা। বিষয়টা আশ্চর্যজনক। এ বিষয়ে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে জিজ্ঞেস করলে সে সদুত্তর দিতে পারেননি। থানায় এসে জিডি করলাম। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষকরা এখন চিন্তিত রয়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের চুরি এ রহস্যের জন্ম দেয়। দামি ল্যাপটপ প্রজেক্টর চুরি না করে প্রয়োজনীয় নথি চুরি করা ভিন্ন কোন উদ্দেশ্য হাসিলের জন্য। তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণে দাবি জানান এবং এরকম ঘটনা যেন আর কখনও না ঘটে সে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান। এবিষয়ে বিষয় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ বিদ্যালয়টি পরিদর্শন করেছে। সেখানে আলমারি ভেঙে নিয়োগ সংক্রান্ত নথি চুরি করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে একটি অভিযোগ দিতে বলা হয়েছে। সেই সাথে পুলিশও তদন্ত করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও দেখুন

নন্দীগ্রামে পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে নন্দীগ্রাম …