সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরে বিদেশি মদসহ এক যুবক আটক

নাটোরে বিদেশি মদসহ এক যুবক আটক

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে বিদেশি মদসহবাবর আলী বাবু নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে সদর উপজেলার দস্তানাবাদ  এলাকা থেকে তাকে ৪ বোতল বিদেশি মদসহ আটক করা হয়।আটক বাবু সদর উপজেলার দস্তানাবাদ তোকিয়া বাজার এলাকার মৃত তাবারক মোল্লার ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২,নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এস এম জামিল আহমেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি অপারেশন দল, বৃহস্পতিবার সদর দস্তানাবাদ গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ৪ বোতল বিদেশী মদ এবং মদ বিক্রির ১০ হাজার টাকাসহ বাবুকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জব্দকৃত বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে জনসমক্ষে স্বীকার করে।এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …