শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে র‌্যাব

নাটোরে বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বিদেশি পিস্তলসহ হাবিবুর রহমান(৩৫)নামে একজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দুপুর দুইটার দিকে শহরের পশ্চিম বড়গাছা এলাকা থেকে তাকে পিস্তলসহ আটক করা হয়। হাবিবুর রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পশ্চিম বারুইপাড়া এলাকার মৃত ইসমাইল শেখ গেন্দার ছেলে।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, মাদক এর বিরুদ্ধে র‌্যাবের ধারাবাহিক অভিযানের সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল, শহরের পশ্চিম বড়গাছা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় একটি বিদেশী পিস্তল একটি ম্যাগজিন এক রাউন্ড গুলিসহ হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ব্যক্তি জব্দকৃত পিস্তল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে।

পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …