রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিজয় ফুল তৈরি ও বিভিন্ন প্রতিযোগিতার উৎসব উদযাপন

নাটোরে বিজয় ফুল তৈরি ও বিভিন্ন প্রতিযোগিতার উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে বিজয় ফুল তৈরি ও বিভিন্ন প্রতিযোগিতার জেলা পর্যায়ের উৎসব উদযাপিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এ উপলক্ষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা বলেন নতুন প্রজন্মকে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে অবহিত করতে এই বিজয় ফুল উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাতে তারা কিভাবে স্বাধীনতা অর্জিত হয়েছে-বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে পুরোপুরি অনুধাবন করতে পারে।

এসব বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এজন্য তারা নতুন প্রজন্মকে লেখাপড়ার সাথে সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস ওবঙ্গবন্ধুকে জানার আহবান জানান।

উৎসবে উপজেলা পর্যায় থেকে বিজয়ী দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিজয় ফুল তৈরী, গল্প, কবিতা আবৃত্তি, চিত্রাংকন একক অভিনয়, চলচিত্র নির্মাণ, দলগত দেশাত্মবোধক ও জাতীয় সঙগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …