মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিএনসিসি সেনা শাখার উদ্যোগে করোনার ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি অনুষ্ঠিত

নাটোরে বিএনসিসি সেনা শাখার উদ্যোগে করোনার ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোরে র‌্যালি সহ মাস্ক ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি। পঞ্চম মহাস্থান ব্যাটালিয়ন সেনা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অডিটোরিয়াম চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন, এন এস কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল মোতালেব, সেকেন্ড লেফটেন্যান্ট প্রফেসর আফজাল হোসেন এবং প্রফেসর আন্ডার অফিসার সুমন আলী। মানুষকে করোনা ভাইরাস থেকে দূরে রাখতে শহরে সচেতনতামূলক র‌্যালির মাধ্যমে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। পরে র‌্যালিটি নাটোর প্রেসক্লাব এলাকা ঘুরে পুনরায় এন এস কলেজ মাঠ চত্বরে গিয়ে শেষ হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …