মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোরে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জিয়াউর রহমানের বেদিতে পুষ্পমাল্য অর্পণ দোয়া ও আলোচনার মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টায় আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ,জেলা মহিলা দলের সভাপতি বেগম সুফিয়া হক, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ষড়যন্ত্র করে আর ক্ষমতায় থাকা যাবে না। অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তা না হলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …