নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে দুর্বৃত্তের হামলা ও ককটেল বিস্ফোরণ \ আহত-৭ \পুলিশের লাঠিচার্জ

নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে দুর্বৃত্তের হামলা ও ককটেল বিস্ফোরণ \ আহত-৭ \পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণ করেছে দুবর্ৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র সহ ইটপাটকেল ও মারধরে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,নাটোর জেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু সহ অন্তঃত ৭ নেতা কর্মি আহত হয়েছে। আহতদের মধ্যে শহিদুল ইসলাম বাচ্চু দৃবুর্ত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হলে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ১০ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটে। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যায় দুবর্ৃত্তরা। জেলা বিএনপি’র যুগ্ম আহব্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, দলীয় কর্মসুচির অংশ হিসেবে সকালে বিভাগীয় ও জেলার নেতা কর্মিরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। বেলা ১০ টার দিকে সমাবেশ শুরু করলে আওয়ামীলীগের সন্ত্রাসীরা এসে তাদের সমাবেশে হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা দলীয় নেতা কর্মিদের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপানো শুরু করে এবং মারধোর করে। এতে জেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু সহ কয়েকজন নেতা কর্মি রক্তাক্ত জখম হয়। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ আরো কয়েকজন নেতা কর্মি আহত হয়। পূনরায় আওয়ামীলীগ সন্ত্রাসীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ব্যাপারে জেলা আওয়মিী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তিনি এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে বুধবার আওয়ামী লীগের কোন কর্মসুচি ছিল না। কাজেই কারা এ ঘগটনা ঘটিয়েছে তাও তিনি বলতে পারবেন না। তিনি শুনেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ আরো কয়েকজন নেতা কর্মি আহত হয়েছে। তিনি এ জন্য পুলিশের নির্লিপ্ততাকে দায়ী করে বলেন, তাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে। যারাই এ ঘটনা ঘটিয়েছে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।

আরও দেখুন

রাসিক মেয়রের পক্ষ থেকে বেসামরিক বিমানপরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:প্রেস বিজ্ঞপ্তি, ০৫ জুলাই ২০২৪বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় …