নাটোরে বিএনপি নেতার বিরুদ্ধে সিনেমা হল ভাংচুর-
লুটপাট ও জবর দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে বিএনপি নেতা ও সাবেক মেয়র মশিউর রহমান বাবলুর
বিরুদ্ধে আনন্দ সিনেপ্লেক্স ভাংচুর-লুটপাট, জবরদখল ও প্রাণনাশের হুমকির
অভিযোগ করেছেন হল মালিক। বুধবার বেলা ১১টার দিকে নাটোর শহরের একটি
রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিনেমা হল মালিক ও
গণমাধ্যমকর্মী আনিসুর রহমান অভিযোগ করেন, চুক্তিনামা অমান্য করে গত ৮
সেপ্টেম্বর সন্ধ্যায় গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌরমেয়র মশিউর
রহমান বাবলুর নির্দেশে প্রায় ৬০ জন আনন্দ সিনেপ্লেক্সে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি
করা হয়। হামলার সময় হল মালিক তাদেরকে নিষেধ করলে তারা হল মালিক ও ম্যানেজারকে
প্রাণনাশের হুমকি প্রদান করে। হল মালিক আনিসুর অভিযোগ করেন, ক্ষমতায় না
আসতেই বিএনপি’র নেতারা ক্ষমতার দাপট দেখিয়ে হামলা চালিয়ে আমার অপূরনীয়
ক্ষতি করেছে। এ বিষয়ে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের
নিকট অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি। বাধ্য হয়ে আদালতে মামলা
করেছি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের বিচারের দাবি জানান
তিনি।
অভিযুক্ত বিএনপি নেতা সাবেক পৌরমেয়র মশিউর রহমান বাবলু জানান, আমার
বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পন্ন মিথ্যা। সিনেমা হলে অনৈতিক কাজ চলায়
স্থানীয় উত্তেজিত জনতা হল ভাংচুর করেছে। আমি নই বরং তিনি (আনিসুর
রহমান) চুক্তি ভঙ্গ করেছেন। নানা অজুহাতে তিনি আমাকে ঠিকঠাকভাবে ভাড়া
প্রদান করেননি। প্রায় তিন বছরে ভাড়া বাবদ মাত্র ৮০ হাজার টাকা দিয়েছেন। পরে
আমি আমার সম্পদ নিজের হেফাজতে নিয়েছি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন জানান, এই
ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে সাধারণ ডায়েরী করা হয়েছে। এ বিষয়ে আইনগত
ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।