সোমবার , জানুয়ারি ৬ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিএনপির নেতা-কর্মীদের তান্ডবের প্রতিবাদে বড়াইগ্রামে আ’লীগের বিক্ষোভ মিছিল

নাটোরে বিএনপির নেতা-কর্মীদের তান্ডবের প্রতিবাদে বড়াইগ্রামে আ’লীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বিএনপির নেতা-কর্মীদের তান্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বড়াইগ্রামের বনপাড়া পৌর আওয়ামী লীগ। আজ ২২ নভেম্বর সন্ধ্যা পৌনে ছয়টার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান আতার নেতৃত্বে নেতাকর্মীরা বনপাড়া পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিলটি পৌরসভার সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে আবার ও পৌর প্রাঙ্গণে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা পথসভায় মিলিত হন। সেখানে নাটোরে আজ পুলিশ ও সাংবাদিকদের উপর হামলাকারী বিএনপির সন্ত্রাসী ও তার হোতাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানানো হয়।

আরও দেখুন

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে কম্বল বিতরণ সরকারি সহায়তায়

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, উপজেলায় ৩৯৮৪ টি কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার …