সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত সুচিকিৎসা জন্য বিদেশে প্রেরন এবং নিঃশর্ত মুক্তির দাবীতে সমাবেশ

নাটোরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত সুচিকিৎসা জন্য বিদেশে প্রেরন এবং নিঃশর্ত মুক্তির দাবীতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত সুচিকিৎসা জন্য বিদেশে প্রেরন এবং নিঃশর্ত মুক্তির দাবীতে সমাবেশ করেছে নাটোর জেলা বিএনপি ও বিভিন্ন অংগসংগঠন।

আজ রবিবার বিকেলে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মহিলা দলের সভানেত্রী সুফিয়া হক, ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সানোয়ার হোসেন তুষার, নাসিম খান সহ অন্যান্য নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন এ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলার চক্রান্ত করছে। দেশনেত্রী খালেদা জিয়াকে ভয় পায় বলে তাকে উন্নত চিকিৎসা নিতে বাধা প্রদান করছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রধান গন তাকে বিদেশে পাঠানোর জন্য বিবৃতি দিলেও সরকার কোন কিছুতেই কান দিচ্ছে না।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …