বুধবার , অক্টোবর ৩০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিএনপির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুর করেছে যুবলীগ ও ছাত্রলীগ

নাটোরে বিএনপির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুর করেছে যুবলীগ ও ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুর করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মিরা। আজ শনিবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, সদর উপজেলার তেবারিয়া ইউনিয়ন বিএনপির ৫/৭ জন নেতা কর্মি দলীয় কার্যালয়ের ভিতরে বসেছিল। এ সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি, সম্পাদকের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মি মোটরসাইকেল মহড়া নিয়ে গিয়ে দলীয় কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করতে থাকে। পরে তারা দলীয় কার্যালয়ে টাঙ্গানো বিভিন্ন ব্যানার ফেস্টুন সহ সিসি টিভি ক্যামেরাগুলো ভেঙ্গে রাস্তায় ফেলে দেয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ জানান, তারা মোটরসাইকেল যোগে স্টেশনের দিক থেকে বাজারে যাচ্ছিলেন এই সময় বিএনপির অফিস থেকে তাদের উপরে ঢিল ছোড়া হয় এরই প্রেক্ষিতে ছাত্রলীগের ক্ষুব্ধ নেতাকর্মীরা পাল্টা তাদের দিকে ইট পাটকেল ছুঁড়ে, ঘটনাটি সম্পূর্ণ উস্কানিমূলক ছিল পরে আমি তাদের নিবৃত্ত করে বাজারের দিকে নিয়ে চলে আসি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও দেখুন

নলডাঙ্গায় পরকীয়া প্রেমের উধাও

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,পরকীয়রা প্রেমের টানে নাটোরের নলডাঙ্গায় মালয়েশিয়া প্রবাসী মাজেদুল ইসলামের কষ্টে উপার্জিত বিভিন্ন সময় …